Industrial Engineering
Why Industrial Engineering?
1. We are the ONLY engineering discipline who deal with people. Whenever someone talks about engineering, it seems all about machines, materials, complex design, & so on. Then, here we are with advance thinking how to improve human nature along with other components on life. For instance, we focus on WHY safety is not just rule, it's a culture to develop for the betterment of human race. 2. We understand CUSTOMER CARE is not a department of an company, it's the organization itself. Everything else, say, sales, manufacturing, marketing, engineering, R&D can be part of the company. But, CUSTOMER CARE / RELATIONSHIP is main purpose of a company. Because no matter how advanced automobile you have designed, or manufactured unless you know how to reach to your target customer, & how to maintain relationship with them. 3. We are the engineer who know how to deal with business with technological competence. While other engineers are developing ideas how to design more efficient lathe machine, we also do financial analysis why my company should concern about new design of lathe machine, & what else is more accessible considering capital investment. |
|
|
Industrial & Production Engineering:
wiki "We are the immaculate bridge between Engineering technology and business administration" __Tanmoy Das Industrial engineers develop methods to remove wasted time, energy, money, materials, and other commodities during production processes. They take full advantage of technology that is available, maximize profit for human race, reduce environmental concerns, emphasize on human relationship, and focus on culturing workers’ safety. |
https://www.facebook.com/tanmoy.returns/media_set?set=vb.1817110374&
From Das's point of view, Major Areas of Industrial Engineers are
1. Operation Research 2. Manufacturing 3. Service arena |
The American Institute of Industrial Engineers define industrial engineering as:
Industrial engineering is concerned with the design, improvement and installation of integrated systems of men, material and equipment. It draws upon specialized knowledge and skills in the mathematical, physical sciences together with the principles and methods of engineering analysis and design to specify, predict and evaluate the results to be obtained from such systems. The prime objective of industrial engineering is to increase the productivity by eliminating waste and non-value adding (unproductive) operations and improving the effective utilization of resources. |
For newly joined Industrial engineers in Bangladesh, I would recommend you to read a book throughly named "Industrial Engineering Management" by op khanna . You will find this book at Nilkhet, Dhaka.
|
লিখাটা শুধুমাত্র IPE 1st year ছাত্রছাত্রীদের জন্যঃ
IPE কি? Industrial & Production Engineering শুনার সাথে সাথেই অনেকে বলে ফেলবে, ও আচ্ছা, ইন্ডাস্ট্রিতে জব করবে। কিন্তু, ইন্ডাস্ট্রির সংজ্ঞাটা ভালভাবে জানা উচিৎ। আমরা সাধারনত যা বুঝি সেটা হল Manufacturing Industry. যেখানে কোন কিছু Manufacture করা হয়, যেমন glass,cement, apparel, Beverage (like cocacola, pepsi) এগুলো হল একটা প্রকারভেদ। আরেকটা হল Service industry. যেমন ব্যাংক, হাসপাতাল, স্কুল-কলেজ। এমন কারো কাছে Industrial Engineering সম্পর্কে জানতে চেওনাযে কিনা নিজেই জানেনা। তাতে প্রথম সমস্যা হল, ধরি, তুমি রুয়েটের পরিচিত এক বড়ভাইকে [যে আইপিই তে পড়েনা] জিজ্ঞেস করলে, আইপিই কেমন? সে কিন্তু কখনওই তোমার কাছে স্বীকার করবেনা যে সে ভালভাবে জানেনা, আন্দাজে হলেও উত্তর দিয়ে দিবে। হ্যা, কেউ হয়তবা বলতে পারে, আমাকে সময় দাও, আমি আমার আইপিই বন্ধুদের কাছ থেকে জেনে তোমাকে জানাব। কিন্তু সেই সংখ্যাটা অপ্রতুল। Just search in www.google.com by “Industrial Engineer, or what is IPE, or job responsibility of production engineer” ধরে নিচ্ছি, একটা ব্যাংক থেকে হ্যাকাররা অনলাইনে কয়েক কোটি টাকা লুট করে নিয়েছে। ক্লায়েন্টরা ক্ষতিগ্রস্থ হবার কারনে ব্যাংকের সাথে সব ধরনের লেনদেন বাতিল করবে ভাবছে। এখন পরিস্থিতি সামলানোর জন্য কিভাবে Cyber Crime হয়েছে সেটা ভালভাবে বুঝতে হবে, আবার Customer Relationship ও বুঝতে হবে ক্লায়েন্টকে মটিভেইট করার জন্য। মানে একজন সেই ব্যাংকে কর্মরত থাকতে হবে যে টেকনোলজী বুঝে আবার বিজনেসও বুঝে। যে কারনে Industrial Engineer দেরকে Technological Solvency এর পাশাপাশি Business & customer relationship এর কথাও ভাবতে হয়। সে কারনেই মেনেজমেন্ট ও মার্কেটিং বিষয়ে অনেক কিছু জানতে হয়। এতে অনেকে ভাবে, তাহলে BBA পড়লেই তো হয়! ঘটনা হল, আমি ইন্ডাস্ট্রিয়াল এঞ্জিনিয়ার হিসেবে টেকনোলজী যতটুকু বুঝি, BBA grad কি পারবে সেটা বুঝতে? কিন্তু কোম্পানী চালাতে গেলে টেকনোলজীর পাশাপাশি বিজনেস ভালভাবে বুঝাও জরুরী, যা ইন্ডাস্ট্রিয়াল এঞ্জিনিয়ার বাদে আর কাউকে দিয়ে সম্ভব না। তাহলে ইন্ডাস্ট্রিয়াল এঞ্জিনিয়ার ছাড়া যেসব কোম্পানী চলছে, তারা কি বোকা? একটা সানগ্লাস কোম্পানীর কথা ধরি যারা গত ২০ বছর ধরে সানগ্লাস তৈরি করছে। এখন সালমান খানের দাবাং সানগ্লাস বাজারে খুব হিট। সুতরাং সানগ্লাসের নতুন ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে Engineering Drawing জানাটা জরুরী, মানলাম SolidWorks দিয়ে নতুন একটা ডিজাইন সিমুলেইটকরে ভাল আউটপুট পাওয়া গেছে, কিন্তু সানগ্লাসের ডিজাইনের সাথে কাস্টমার প্রত্যাশা কতটুকু মিলেছে, তা বোঝার জন্য বাজারে রিলিজ দেওয়ার আগেই যদি একটা প্রেডিকশন করে ফেলা যায় তাহলে কোম্পানী তার লস এস্টিমেইশনটাও করে ফেলতে পারবে যার জন্য SixSigma Tool ব্যবহার করা যেতে পারে। 1. CGPA কিসের উপর নির্ভর করে? তোমার উপর। তুমি পড়াশুনা করলে সিজিপিএ ভাল হবে, না করলে হবেনা। সহজ হিসাব, হুদাই স্যারদের, সিস্টেমের দোষ দিয়া লাভ নাই। Production Process: Input ---à Process --à Output তুমি যখন একটা ইউনিভার্সিটিতে আইপিই তে ভর্তি হয়েছো, তখন তুমি ইনপুট। চার বছর পড়াশুনা করেছি, নিজেকে ইম্প্রুভ করেছ, এটা প্রসেস। শেষে এঞ্জিনিয়ার হয়ে গেলে। Input (HSC holder) ---- >Process (Engineering Student) ---- > Output (Industrial Engineer) তাহলে বল এখানে Product কে ? হম, তুমি নিজে। product হতে হলে বস্তু হতে হবে সেটাবাধ্যতামুলক নয়। মেয়েদের জন্যঃ ১। CSE is the best subject for girls. Really? প্রায় ৮ বছরের এঞ্জিনিয়ারিং জীবনেও ঠিক বুঝতে পারলামনা CSE পড়ার সাথে মেয়েদের মিল কোথায় ? ২. As IPE is comparatively new, what is possible scope in teaching profession? Point is “Are you interested in teaching profession?” If so, you can do better from any engineering discipline.You don’t necessarily be in new department for that. If no, why you are bothered! বাচ্চাদের অনেক প্রশ্ন ওকিছু সম্ভাব্য উত্তরঃ ১। যুগটাই যেহেতু কম্পিউটারের, সুতরাং CSE is the best subject! আমি ব্যক্তিগতভাবে CS খুব পছন্দ করি। কিন্তু তুমি যেভাবে তুলনা করতে চাচ্ছ, সেটা ভুল। এঞ্জিনিয়ারিং এ বেস্ট সাবজেক্ট বলে কোন কথা নেই। প্রত্যেকেরই কাজ করার ধরনগুলো ব্যক্তিনির্ভর। ভাল প্রোগ্রামার হবার সাথে CSE এর সম্পর্ক সামান্যই। And, Computer literacy &Programming are two different concept. Programming ভাল জানতে হলে তোমার প্রোগ্রামিং এর সাথে ভালবাসা থাকাটা CSE তে পড়ারচেয়ে অনেক বেশি গুরুত্বপুর্ন। ৩. আইপিই নাকি অন্য আরেকটা এঞ্জিনিয়ারিং সাবজেক্টের বাচ্চা? If Applied physics is son of Physics, then yes, we are. So, which one you will choose considering Bangladesh perspective? Physics, or applied physics? I have doubt on you will choose former one! 4. মুখস্থ বিদ্যা থাকলে নাকি আইপিইতে ভাল করা যায় অনেক? এটা আমাদের দেশের প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রযোজ্য। বিশ্বাস হচ্ছেনা। একটা Mathematics graduate কে জিজ্ঞেস করে দেখ। মুখস্থ করে করে Laplace transformation, Fourier series পাশ করে ফেলছে। ভাল সিজিপিএ তোলার জন্য প্রত্যেকটা এঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকেই মুখস্থ বিদ্যার উপর নির্ভর করতে হয়, যা হতাশাজনক। আমি কোডিং বরাবরই কম বুঝি। C-programming কোর্স ছিল কোন একটা সেমিস্টারে। শুধু মুখস্থ করে মনে হয় A পাইছিলাম। নাম নিয়ে জটিলতাঃ Industrial Engineering, Industrial& production Engineering, System engineering, Manufacturing Engineering all are the name of same engineering discipline. Major job fields Manufacturing: Apparel: Service: Business: আমি রুয়েটের আইপিই দ্বিতীয় ব্যাচের ছাত্র। আমি জানি তোমাদেরকে কত পেইন পেতে হয় আশেপাশের (বিশেষ করে অন্য এঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কাছ থেকে)। সেগুলাকে অবহেলা করা সবসময় সম্ভব হয়ে উঠেনা, যাই হোক,সময়ই বলে দেয় কে কেমন। শুনলাম, অমুক এঞ্জিনিয়ারিং থেকে পাশ করে তমুক ভাই এখনো কোন চাকুরিপায়নি। ১। আমি আমার ফ্রেন্ড সার্কেলে অনেককে চিনি যারা Microsoft excel এ ৫০টা ভেলিউ দিলে যোগ করে দিতে পারবেনা। এবং সেই ছেলে এঞ্জিনিয়ার। এত কম যোগ্যতা নিয়ে এঞ্জিনিয়ারিং পাস করলেতো সমস্যা, তাইনা ? 2. এক জুনিয়র বলতেছিল তার এখনই একটা চাকুরী প্রয়োজন। বললাম একটা সিভি পাঠাও। সে যেটা পাঠালো তাতে ৫ টা জায়গায় বানান ভুল। এখন তুমি আমাকে বল যার সিভিতে বানান ভুল, তার চাকুরি পাওয়া কি সহজ হবে? আচ্ছা দাদা, টেকনোলজি জানাই কি সবকিছু? -- কম্পিউটার লিটারেসিকে টেকনোলজিবলে এড়িয়ে যেতে চাচ্ছ, তাইতো? বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জব পাবার জন্য কম্পিউটারের বেইসিক কিছু সফটওয়্যার জানা এবং ইংরেজীতে ভালভাবে কথা বলতে পারাটা অনেক গুরুত্বপুর্ন তুমি যেই সাবজেক্টেই পড়না কেন । My research arena is Nanoinformatics. Currently, I am trying to develop algorithm based on probabilistic framework for energy function of specific images from Electron micrograph to detect nanorod array geometry. Why so long article? ---- You don’t know? There is always place for FAMILY. Welcome home. :) Regards, Tanmoy Das |
কুয়েটের ছোটভাই প্রশ্ন করেছিল, "আমরা এমন কি পারি যা অন্য এঞ্জিনিয়াররা পারেনা?"
আমরাই একমাত্র প্রকৌশলী যারা টেকনোলজী বুঝে, পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রটাও বুঝে। আমরা শুধু lathe machine চালাতে জানিনা, একটা কোম্পানীতে কতগুলো মেশিন দরকার, পুরান মেশিন কিনবো, নাকি নতুন মেশীন সেই সিদ্ধান্ত নিতে পারি। We are the only engineering people who deal with people. ০৫ ব্যাচের প্রিয় মহিবুল ভাই একটা কথা বলতেন, মেশিনের উন্নতি অনেক হয়েছে, এখন মানুষের উন্নতি হওয়া দরকার। ১. আমাকে রুয়েট জীবনে এই কথাটা অনেক বার শুনতে হয়েছে, "আরে, তোরা তো আমাদের বাচ্চা " Yes, if applied physics is SON of Physics, obviously, we are son of another engineering discipline. ১.২ পরিসংখ্যান বলে, বাংলাদেশের প্রায় ৮০ % ইঞ্জিনিয়াররা ম্যানেজেরিয়াল জব করে। উন্নত দেশে এঞ্জিনিয়ারদের জন্য কাজের ক্ষেত্র একরকম, অনুন্নত দেশে অন্যরকম। কারন, আমাদের দেশে Intel/ Microsoft/Ford এর কোন ম্যানুফ্যাচারিং প্লান্ট নেই। যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কোন একটা জব ওয়েবসাইটে গিয়ে দেখঃ ফ্রেশ এঞ্জিনিয়ার দরকার। পোস্টের নাম কি? assistant manager We are the only cross functional discipline. I know Math, Stat, Industrial tools plus management skill. That's why while other discipline apply knowledge from their undergrad, we need to study everyday, even after graduation, to apply something new. ২.০ IE tools : Kaizen, TPM, JIT, TQM, Lean Manufacturing, Quality Control, MRP [Engineering tool] এই টুলগুলো কেবল আমরাই কর্মক্ষেত্রে সফলতার সাথে প্রয়োগ করতে পারি। যে গুনগুলো আমাদের রক্তে ঢুকিয়ে দেওয়া হয়ঃ 1. Leadership: ধরে নিচ্ছি, তুমি একটা Manufacturing plant এ চাকুরী করছ। 2. Design System: 3. Efficiency improvement: When other engineers are busy to operate the lathe machine, your task is to identify how much organization should invest to buy lathe machine. Problem solving, data collection, IE fits there। we are not creating gears, but how many gears to be produce to improve the system. ৪.০ আমাদের পড়াশুনা শুধু বইয়ের মাঝে সীমাবদ্ধ থাকেনা। দেখা যায়, শেষ বর্ষে কুইজের পরিবর্তে প্রেজেন্টেইশন দেই । আমাদের কর্মক্ষেত্রঃ কিছু কেটে যাওয়া সত্যি কথা বলে ফেলি [যেগুলো সাধারনত কেউ বলতে চায়না] হাতে গুনা অল্প কয়টা জব (যেমন R&D) বাদে সব যায়গায় এঞ্জিনিয়ারদের কাজ হল মেনেজমেন্ট সামলানো, বিশেষ করে বিএসসি দের কাজ হল ডিপ্লোমাদের সাথে মেনেজমেন্টের সমন্বয় সাধন। 1. System Improvement: When you start your job in a organization, your prime task is to improve the system by eliminating waste, specially, As we know, SEVEN WASTE from production plant. 2. Optimization: 3. Smooth communication: |
|
Job Responsibilities: (Collected)
1) Apply statistical methods and perform mathematical calculations to determine manufacturing processes, staff requirements, and production standards. 2) Coordinate quality control objectives and activities to resolve production problems, maximize product reliability, and minimize cost. 3) Confer with vendors, staff, and management personnel regarding purchases, procedures, product specifications, manufacturing capabilities, and project status. 4) Draft and design layout of equipment, materials, and workspace to illustrate maximum efficiency, using drafting tools and computer. 5) Review production schedules, engineering specifications, orders, and related information to obtain knowledge of manufacturing methods, procedures, and activities. 6) Communicate with management and user personnel to develop production and design standards. |