Tanmoy Das
  • Home
  • Data Science
  • Data.IE
  • Maritime Photonics
  • IELTS with Tanmoy
    • IELTS Speaking
    • IELTS Listening
    • IELTS Reading
    • IELTS Writing
    • IELTS blog with Tanmoy
    • IELTS Paid Services
  • Others
    • Machine Learning d
    • Canada
    • Industrial Engineering
    • Salesforce
    • Social >
      • HigherStudyAbroad
      • Seminar
      • Blog
      • Jol
      • BSA
      • Bongonole
      • Other Organizational Affiliation
      • Blog
      • Book
    • GRE >
      • Redefining vocaB
      • Grill
    • Machine Learning - Tanmoy Das
১। 
"Ethics in Biochemistry & Cell Biology" ক্লাসের টীম প্রজেক্টে টেক্সাসের একটা মেয়ের সাথে প্রেজেন্টেইশন তৈরি করছিলাম। কথা প্রসঙ্গে জানতে চাইলাম, তুমি কি বেচেলর-পিএইচডি, নাকি মাস্টার্স-পিএইচডি। বলল, "আমি ২০০১ সালে মাস্টার্স করি, তারপর প্যাথলজি রিলেটেড জব করেছি এতদিন, এখন পিএইচডি শুরু করলাম।" 
মানে, মাস্টার্স শেষ করার প্রায় ১৩ বছর পর আবার পড়াশুনা শুরু করেছে। আর আমরা? ব্যাচেলর পাশ করার পর যদি ২/১ বছর চলে যায়, ভাবি বুড়া/বুড়ি হয়ে গেছি, আর পড়াশূনা করা ঠিক না। 
২। 
Haters will get a million reason to hate you. No matter what you did, or doing. So, do whatever you are supposed to do. 
৩। 
স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কখনই আমার রোল ১,২,৩,৪,৫,৬ ছিলনা, সুতরাং মাঝারি মানের ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দিতেই সবসময় ভাল লাগত। তারপর? 
সবাই বলত, ভাল ছাত্র না হলে দেশে ভাল চাকুরী পাওয়া সম্ভব না। উচ্চশিক্ষা তো অনেক দুরের ব্যাপার। অনার্স পাশ করার কিছুদিন পর বুঝতে পারলাম, "তারা ভুল ছিল"।  
ভাল কিছু করার জন্য যেটা প্রয়োজন সেটা হল "Focus" তুমি একটা কাজে সফল হবে কিনা তা নির্ভর করবে তুমি কতটুকু Focused তার উপর। 
৪। 
অন্যের কথা শুনে কাজ নেই। তোমার যদি মনে হয়, তোমার নিজের জন্য মাস্টার্স/পিএইচডি করার প্রয়োজন আছে, তাহলে করবা। 
৫। Fall-16 এর জন্য যদি এমেরিকাতে আবেদন করতে চাও, তাহলে 2015 নভেম্বরের মাঝে  যথাক্রমে "জিআরই-টোফেল-স্কুলআবেদন" করে ফেলতে হবে। ডেডলাইনের আগের দিন আবেদন করার কোন মানে হয়না। Prepare with proper time schedule.  

Good luck
Tanmoy Das
Twitter: #Tanmoyiebd
ruet.pptx
File Size: 2013 kb
File Type: pptx
Download File


This resume is posted upon huge requests from juniors, & well wisher about their concern on common mistakes we do in resume. Hope your resume will be flawless. Good luck. 


ভিক্ষা

ফেবুতে টিক চিহ্ন দেওয়া "seen" দেখে দেখে আমি ক্লান্ত, 
আজ তোমার কাছ থেকে "Dont message me" এইটুকুন রিপ্লাই ভিক্ষা চাইব। 
অতঃপর লোভ আমার বেড়েই চলবে। 
এতবড় পৃথিবীতে যখন আমার স্থান হবেনা, 
তখন তোমার গালের ছোট্ট তিলে একটুখানি আশ্রয় ভিক্ষা চাইব 

তোমার সবটুকু নরমের কাছাকাছি থাকবার ভিক্ষা চাইব,
তোমার সবকিছু নিয়েও লোভাতুর হৃদয়ের ক্ষান্তি হবেনা, 
তোমাকে ভালবাসি কিনা জানতে চাইলে তোমার কাছে, 
পৃথিবীর কাছে "না" বলে এসে
ঠিকই তোমাকেই ভালবাসব। 
তখন তোমার কাছে "আমাকে" ভিক্ষা চাইব। 
কারন তুমি জানতে 
অনেক আগেই তোমার ভীড়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। 

শেষে একটা প্রশ্নের উত্তর ভিক্ষা চাইব, 
তোমার চোখে আমার জন্য এত ঘৃনা, এত অভিযোগ, 
তবুও আমার কেন তোমায় ছেড়ে যাওয়া হয়না ! 
Link of some articles:
Engineering সাবজেক্ট চয়েজ নিয়ে খুতখুতানি : IPE /CSE /ME /Archi /EEE /CE /others
কচ্ছপ-খরগোশের গল্প এন্ড এনালজি টু জিআরই
যতটুকু পারতেই হবে - Grill(21) [Business, Engineering, or all other graduate
ভাঙ্গাচোরা কিন্তু অতঃপর? [08/08/11 - 11/30/13]
কেন মেঘ আসে : Part-2
মুলা দেখে দেখে ক্লান্ত!
আনটাইটেল্ড্‌ঃ মাইনাস ০.০১

কোথায় থেকে শুরু করব সেটা না, ভাবছি কোথায় নিয়ে লিখাটা শেষ করব! যারা আমেরিকাতে ১৪" ফলে ক্লাস আরম্ভ করতে চাচ্ছেন, আশা করি তাদের কাজে লাগবে...

আমেরিকা অনেকের জন্যই স্বপ্ন-রাজ্য, আমিও তার ব্যতিক্রম নই, সুতরাং সেটাকে Nightmarish/ Reverie স্টেজে না রেখে ধুলির পৃথিবীতে নিয়ে আসতে হলে প্রয়োজন অদম্য প্রচেষ্টা। গ্র্যাড কলেজ/স্কুল আপনার প্রোফাইল বিচার-বিশ্লেষন করে Admission and/or Scholarship দিয়ে থাকে।

Profile বলতে যা বোঝায়ঃ

১। Undergrad CGPA

২। GRE

৩। IELTS/TOEFL

৪। SoP

৫। LoR, Resume, Work Exp. & Others

আমি যখন HSA গ্রুপটাতে মেম্বার হিসাবে যোগ দিই, তখন একটা প্রশ্ন প্রায়ই চোখে পড়ত- “আমার GPA ভালনা, আমি কি আমেরিকাতে পড়তে যেতে পারব?” আপনার GPA যদি অনেক খারাপ হয়, তাহলে GRE তে অনেক ভাল একটা স্কোর উঠাতে হবে প্রোফাইল ভারি করার জন্য, আরেকটা কাজ করলে ভাল হয়, কেন GPA ভালনা তার একটা খুব সুন্দর ব্যাক্ষা যদি SoP এ লিখে দেওয়া যায়। USA Graduate admission হল এমন একটা প্লাটফর্ম, যেখানে সুনির্দিষ্ট কোন ফরম্যাট দিয়ে কাজ চলবেনা, এখানে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে তার সবটুকুই আমার প্রেক্ষাপট থেকে নেওয়া।

প্রধান ধাপগুলোঃ

111: Taking GRE:-  222: TOEFL/IELTS:- 333: Applying:- 444: Review, Decision, and Fly…D:




আমার অল্প পরিচিত কয়েকজন Rutgers- State university of New Jersey তে আবেদন করেছিল, যার মাঝে একজন অনুমতি পেয়েছে, বাকিরা (তিন জন) টাটা।। তাদের চারজনের জিআরই স্কোর যথাক্রমে ৩১২, ৩০৮,৩১৮,৩১৩।  (৩)




111: Taking GRE:-  

শুরু করার সবচেয়ে ভাল সময় হল আন্ডারগ্র্যাড তৃতীয় বর্ষ (আমি শুরু করেছিলাম গ্র্যাড শেষ করার ছয় মাস পর...P)। ভাল একটা Reading Habit গড়ে তুলতে হবে । Vocab. 3000 পড়ে আসতে পারলে খুবই ভাল, একদমই না পারলে ১২০০ (হিট লিস্ট) পড়তেই হবে। বেসিক গনিত আজ থেকেই দেখা শুরু করেন (অন্যের কথা শুনে কাজ নেই, অনেকে বলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে ২০ দিন গনিত করলেই হয়, তাদের সত্যিই হয়েছিল, আপনার হবে এই গ্যারান্টি কোঁথায়?) তারপরও শেষ পর্যন্ত যদি স্কোর ভাল না আসে, আপনাকে একটা ব্যাপার বুঝতে হবে যে, This is not the END of the world.

জি আর ই সম্পর্কিত আমরা জানি এমন কিছু ভুল তথ্যঃ 

১। New GRE তে ভোকাবুলারি আগের মত লাগেনা (প্রতি ভারবাল সেটে অন্তত ৫টা প্রশ্ন থাকবে যা শুধু ভোকাবুলারি নির্ভর)  ২। Nova Bible কোয়ান্টে্র জন্য স্ট্যান্ডার্ড বই ( Old GRE টার জন্য ছিল! New GRE টার জন্য করতে হবে ETS math review, Princeton (at least DI{৪}) )  ৩। Easy for Native English (আমার এক কানাডিয়ান ছাত্র ছিল যাকে ১২ ভোকা মিনিং জানতে চাওয়ার পর ২টা পেড়েছিল)   ৪। Daily Star তো পড়িই, সুতরাং আমার রিডিং হেবিট তো ভালই ( On Laptop Screen ভাল মানের আরটিক্যাল পড়েন ) ৫। My friend took GRE by 2 months prep., আমিও দেই ( জিআরই হল এমন একটা এক্সাম কেউ তিনমাস পড়ে ৩১৬ পাবে, কেউ দুবছর পড়ে ৩০০ পাবে। So, Identify yourself, dont compare with others)   

222: TOEFL/IELTS:- TOEFL listening মডিউল একবার যাচাই করে দেখেন, অনেক টাফ মনে হলে IELTS নিয়ে আজ ই নেমে পরেন, শুধু GRE স্কোর দিয়ে কিন্তু আপনি উড়াল দিতে পারবেন্না     

333: Applying:- এই স্টেজের কিছু কাজ আপনি চাইলে GRE দেওয়ার আগেও করে রাখতে পারেন। এই স্টেজটা নিয়ে অন্য কোনদিন লিখব!




MS vs. Pd.D.: দেখুন আপনাকে উচ্চ-শিক্ষার সিধান্তগুলো নিতে হবে একান্তই আপনার ব্যক্তিগত, পারিবারিক, আর্থিক বিষয় বিবেচনায় রেখে। সাধারনত আপনার প্রোফাইল ভাল হলে Ph.D. কোর্সে আপনি ফুল-ফান্ডিং(১) পেয়ে যাবেন। আর যদি চার-পাচ বছর পড়াশুনার সাহস + মন-মানসিকতা না থাকে তাহলে মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারেন, তবে এখানে মাস্টার্স কোর্সে ফুল-ফান্ডিং আশা করা উচিত হবেনা।

GRE vs. CGPA: CGPA ভাল থাকলে সেটা অবশ্যই আপনাকে মনমত ক্যাম্পাস পেতে সাহায্য করবে। USA তে তিন ধরনের স্কুল (২) পাওয়া যায়। ১।। CGPA-জিআরই স্কোর দুটাকেই গুরুত্ব দেয় ২।। Only focus on GRE , CGPA নিয়ে তাদের মাথাব্যাথা নেই ৩।। Everything else Average (GRE, TOEFL), সিজিপিএ ভাল না হলে আউট...।।

IELTS vs. TOEFL: টোফেল যদি সত্যিই অনেক কঠিন মনে হয়, তাহলে আইইএলটিস দেওয়াটা ই উত্তম। ৯০ শতাংশের বেশি স্কুল আইইএলটিস গ্রহন করে। তবে TA অনেকাংশে নির্ভর করে টোফেল ভাল করার উপর।

GMAT/GRE: যারা MBA করার জন্য যেতে চান, তারা GMAT এর বিকল্প হিসেবে GRE রাখতে পারেন। কারন, Fall-13 এ প্রায় ৬০ শতাংশ MBA School GRE Accept করেছে।

E-mail to Professor: Canada তে প্রফেসর হচ্ছেন সর্বেসর্বা। আমেরিকাতে এই বিষয়টা একটু ভিন্ন। আপনি কোন প্রফেসরকে বিন্দুমাত্র ইমেইল না করে পিএইচডি তে Full Funding Scholarship পেতে পারেন, তবে আগে থেকে প্রফেসর মেনেজ থাকলে সেটা ভর্তি পেতে অবশ্যই সাহায্য করবে কিন্তু গ্র্যাজুয়েট কমিটির মাধ্যমেই যেতে হবে।

 Suggestion:

1. Learn Vocabulary from at least 5 sources (Mnemonics, Picture, Etymology, Root, Bangla meaning)

2. Communicate with elders (If you have none, rummage someone from HSA, it helps me)

3. Make a plan (when to take GRE, IELTS/TOEFL, Apply to Fall-14 or next)

4. Try to collect inforation from one who himself pass this road (Not from one may be your senior, but only know, no experience)




এর পর আরকিছু লিখা ঠিক হবেনা কারন আমি এই পর্যন্তই হেটে এসেছি (৫) ..

সবার জন্য শুভকামনা রইল....। 




১। Tuition fee waiver + TA/RA

২। In USA, department is known as school. e.g engineering school not engg department

৩। They have different CGPA

৪। Data Interpretation 

৫। I am an applicant of Fall-13

৬।




<photo id="1" />



প্রশ্নঃ Grad. Complete করার পর কি করা উচিত?

সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ন fact হচ্ছে তোমার মা-বাবা কি চায়? তারা যা চান- Job or Study; সেটাই করা উচিত। সেটা যদি তোমার জন্য অসহ্য মনে হয়, তাহলে তা মা-বাবাকে বুঝিয়ে বলতে হবে, জানো তো, উনারা অবশ্যই বুঝবেন। তোমরা অনেকেই জানতে চাও, কোনটা ভাল হবে? এখানে ঝামেলা হল, তোমার জন্য কোনটা ভাল হবে তা তুমিই ভাল জানবে। কারন, কেউ Job এ ভাল করবে, কেউ হয়তবা Higher Studies এ ভাল করবে.

একটা কথাই শুধু তোমাদেরকে বলব, মানুষ দুইটা কাজ একসাথে ভালভাবে perform করতে পারেনা (ব্যাতিক্রম থাকতেই পারে-তুমি কি সেই দলে, আমার মনে হয় না!) সোহাগ মনে হয় একদিন জানতে চাচ্ছিলে, জবের পাশাপাশি MBA/ GRE Preparation নিলে ভাল হয় কিনা? ভাল.. অবশ্যই.. কিন্তু কথা হল, সেটা কি সম্ভব, তুমিকি সম্ভব করতে পারবে, ভাইয়া, আমি তো পারিনি……।।

আমাদের IPE-06, Biddut একটা কথা বলেছিল, আমার সবসময় মনে থাকবে, সে বলেছিল “জীবনটা অনেক ছোট, সুতরাং তাই করার চেষ্টা করো যা তুমি করতে পারবে” Decision যাই নিবা অনেক ভেবেচিন্তে নিবা, এমন যেন না হয়, তুমি জব করছ তোমার বন্ধু অন্যকিছু করছে, তখন আবার তোমার মনে হচ্ছে, ইস ঐটা করলেই ভাল হত! আমাদের মাঝে অনেকেই আছি যারা স্কুল ফাকিঁ দিয়ে দুপুর রৌদের মাঝে ক্রিকেট খেলতাম, মন থেকে খেলাটা টানত বলেই প্রখর রোদ কোন ব্যাপারই মনে হয়নি। Job/Study যা তোমার মন থেকে চাইবে, তাই কর।

MBA, GRE, Study in foreign country; Any type of Question! Just let me know……..

বন জোভি বলেছিলেন, জেগে ওঠো, আওয়াজ দাও, অন্যদের তা বোঝাও। আর এটাকেই তোমার শক্তি হিসেবে গড়ে তোলো। সময় নষ্ট কোরো না। সময় নাও, সময়কে কিছুক্ষণের জন্য স্তব্ধ করো। মন দিয়ে সব লক্ষ করো, সব নিয়ে চিন্তা করো। আর এরপর যা করতে ইচ্ছা করবে, তা-ই হবে। কারণ, এখন তোমার মন তাতেই সাড়া দেবে, যা তোমার জন্য ভালো।

শেষকথা হল, তুমি অনেক কিছু জানো, অনেক কিছু পারো, Who Cares? মনে কর, তোমার গাছ থেকে একটা আম সংগ্রহ করতে হবে, তোমার হাতে Options হচ্ছে হাতি, বাঘ, ঘোড়া এবং বানর। তুমি কোনটাকে নেবে? এখন যদি ঘোড়াটা বলে, আমি বানরের চেয়ে দ্রুত দৌড়াতে পারি; বাঘ বলল, আমি বানরের চেয়ে শক্তিশালী, এ ধরনের প্রতিবাদ কোন মানে রাখবেনা…………

  • Home
  • Data Science
  • Data.IE
  • Maritime Photonics
  • IELTS with Tanmoy
    • IELTS Speaking
    • IELTS Listening
    • IELTS Reading
    • IELTS Writing
    • IELTS blog with Tanmoy
    • IELTS Paid Services
  • Others
    • Machine Learning d
    • Canada
    • Industrial Engineering
    • Salesforce
    • Social >
      • HigherStudyAbroad
      • Seminar
      • Blog
      • Jol
      • BSA
      • Bongonole
      • Other Organizational Affiliation
      • Blog
      • Book
    • GRE >
      • Redefining vocaB
      • Grill
    • Machine Learning - Tanmoy Das